নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার আন্দোলনে হামলায় দায়ের হওয়া মামলায় যারা প্রকৃত অর্থে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে, কাউকে অযথা হয়রানি করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে আমাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা আছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পুলিশের এই কর্মকর্তা।