News71.com
 Bangladesh
 24 Sep 24, 09:08 PM
 67           
 0
 24 Sep 24, 09:08 PM

বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন রেমিট্যান্সযোদ্ধারা॥ উপদেষ্টা আসিফ নজরুল

বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন রেমিট্যান্সযোদ্ধারা॥ উপদেষ্টা আসিফ নজরুল

 

নিউজ ডেস্কঃ আগামী এক মাসের মধ্যে রেমিট্যান্সযোদ্ধা যারা আছেন তাদের বিমানবন্দরে ভিআইপি সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে আলাপকালে তিনি এ কথা বলেন।উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, যারা ভিআইপি তারা যখন বিমানবন্দরে যান তাদের যেসব সুযোগ-সুবিধা দেওয়া হয়, যেমন তাদের লাগেজ টানা থেকে শুরু করে তাদের চেকিং ও ইমিগ্রেশনের জন্য পাশে যে লোক সাহায্যের জন্য থাকেন। ঠিক একইভাবে প্রতিটা স্তরের জন্য রেমিট্যান্সযোদ্ধাদের ক্ষেত্রে একই ব্যবস্থা করা হবে। মধ্যপ্রাচ্যে যেহেতু আমাদের অধিকাংশ শ্রমবাজার তাই, প্রথম দিকে আমরা মধ্যপ্রাচ্যের জন্য এ ব্যবস্থা করব। পরবর্তীতে ইউরোপসহ উন্নত দেশগুলোর রেমিট্যান্সযোদ্ধাদের জন্য এ ব্যবস্থা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন