News71.com
 Bangladesh
 05 Aug 24, 10:20 PM
 260           
 0
 05 Aug 24, 10:20 PM

বাড়িতে ক্ষুদ্ধ জনতার অগ্নিসংযোগ॥দুই সহযোগীসহ কয়রা উপজেলা চেয়ারম্যান মৃত

বাড়িতে ক্ষুদ্ধ জনতার অগ্নিসংযোগ॥দুই সহযোগীসহ কয়রা উপজেলা চেয়ারম্যান মৃত

 

নিউজ ডেস্কঃ বিক্ষুব্ধ জনতার হামলা-অগ্নিসংযোগে খুলনার কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম মহসিন রেজাসহ তিন জন নিহত হয়েছেন। জি এম মহসিন রেজা কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নিহত অপর দু’জন হলেন জি এম মহসিন রেজার গাড়ি চালক আলমগীর ও ব্যক্তিগত সহকারী মফিজুল ইসলাম। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগের খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা জি এম মহসিন রেজার বাস ভবনে হামলা করে। এ সময় তিনি ব্যক্তিগত পিস্তল দিয়ে সাত রাউন্ড গুলি করেন। এতে সাত জন গুলিবিদ্ধ হয়। পরে বিক্ষুব্ধ জনতা জি এম মহসিন রেজার বাস ভবনে ঢুকে তাকে ও তার দুই সহযোগীকে ব্যাপক মারধর এবং বাড়ির মালামালে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুনে পুড়ে জি এম মহসিন রেজাসহ তিন জন ঘটনাস্থলে নিহত হয়। এতে ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন