News71.com
 Bangladesh
 10 Jul 24, 09:46 AM
 92           
 0
 10 Jul 24, 09:46 AM

কোটা বাতিলের দাবীতে সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ আজ॥

কোটা বাতিলের দাবীতে সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ আজ॥

 

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে আন্দোলন করছেন সারা দেশের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা গত রবি ও সোমবার সারা দেশে অর্ধদিবস ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছে। আজ বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা ‘ব্লকেড’ (অবরোধ) কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। গতকাল সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক নাহিদ ইসলাম।


শিক্ষার্থীদের এক দফা দাবিটি হলো—সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করতে হবে। নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের চলমান বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে। রেলপথ ও সড়কপথ এই কর্মসূচির অন্তর্ভুক্ত থাকবে। তবে রোগীদের নিয়ে যাতায়াত করা অ্যাম্বুলেন্স ও সংবাদকর্মীদের যান নির্বিঘ্নে চলাচল করবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন