News71.com
 Bangladesh
 14 Jun 24, 11:09 AM
 41           
 0
 14 Jun 24, 11:09 AM

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অবসর দিল সরকার॥

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অবসর দিল সরকার॥

 

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অবসর দিয়েছে সরকার। এছাড়া পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে। বর্তমান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।গত মঙ্গলবার (১১ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জেনারেল এস এম শফিউদ্দিনকে অবসর দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাহিদা পারভীন।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নিয়োগের মেয়াদ আগামী ২৩ জুন অপরাহ্নে পূর্ণ হবে। বিধায় প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে ওই তারিখ অপরাহ্ন থেকে ছুটি পাওনা সাপেক্ষে তার অনুকূলে এক বছর অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) মঞ্জুর এবং ছুটি শেষে অবসর সংক্রান্ত আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ তাকে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

বিজ্ঞাপন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন