নিউজ ডেস্কঃ আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের পর গতকাল রোববার প্রথম কার্যদিবসে মূল্যসূচকের বড় পতন হয়েছে শেয়ার বাজারে। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক দিনেই কমেছে ৮৭ শতাংশ কোম্পানির শেয়ার দর। এছাড়া লেনদেনও ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। বাজার বিশ্লেষকেরা বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের শেয়ার বাজারে মন্দাবস্থা বিরাজ করছে। বিনিয়োগকারীরা আশা করছিলেন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারে গতি ফেরাতে বিভিন্ন প্রণোদনা থাকবে। কিন্তু তা তো নেই-ই, উলটো মূলধনী মুনাফার ওপর কর আরোপ করা হয়েছে। এছাড়া, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান আরও কমানো হয়েছে। ফলে বিনিয়োগকারীরা বাজার নিয়ে অনেকটা হতাশ, যার কারণে সূচকের এই বড় পতন।