News71.com
 Bangladesh
 25 Apr 24, 11:12 AM
 36           
 0
 25 Apr 24, 11:12 AM

উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইসি॥ ডিসি-এসপিদের নিয়ে বৈঠক আজ

উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইসি॥ ডিসি-এসপিদের নিয়ে বৈঠক আজ


নিউজ ডেস্কঃ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে ভোটারের উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বয়ং নির্বাচন কমিশন (ইসি)। কেননা, এবারের উপজেলা নির্বাচনে বেশির ভাগ বড় বড় রাজনৈতিক দল দলীয়ভাবে অংশ নিচ্ছে না। সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ২৭টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল, সেই দলগুলোর অনেকেই উপজেলার ভোটে নেই। যারা বর্তমানে প্রার্থী, তাদের বেশির ভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত। মূলত ভোট হচ্ছে তৃণমূলে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর। এই পরিস্থিতিতে ভিন্নমতের ভোটারদের কেন্দ্রে আনা কঠিন হবে বলে জানিয়েছেন ইসির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আজ নির্বাচন ভবনে মাঠ প্রশাসন, বিশেষ করে সব জেলার ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সব জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় অন্যান্য কমিশনার ও ইসি সচিবালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান ইতিমধ্যে সংশ্লিষ্টদের যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার নির্দেশনা পাঠিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন