News71.com
 Bangladesh
 18 Apr 24, 11:01 PM
 56           
 0
 18 Apr 24, 11:01 PM

সোমালি দস্যুদের কবল থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহকে ‘নিরাপদ সাগরে’ রেখে গেল ইইউ নেভির যুদ্ধজাহাজ॥

সোমালি দস্যুদের কবল থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহকে ‘নিরাপদ সাগরে’ রেখে গেল ইইউ নেভির যুদ্ধজাহাজ॥

নিউজ ডেস্ক:  সোমালিয়ার জলদস্যুদের থেকে মুক্ত ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সাগরের নিরাপদ এলাকায় রেখে ফিরে গেছে পাহারায় থাকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ। আরবসাগরে জলদস্যুতা মোকাবিলায় নিয়োজিত অপারেশন আটলান্টার জাহাজ দুটি বুধবার রাতে চলে যায়। এমভি আবদুল্লাহর মালিক চট্টগ্রামের কবির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মেহেরুল করিম বলেন, এখন এমভি আবদুল্লাহ নিরাপদ জায়গায় রয়েছে। এ কারণে যুদ্ধজাহাজ দুটি ছেড়ে চলে যায়। তবে সহায়তার জন্য যোগাযোগ করলে আবার পাশে দাঁড়াবে। তিনি আরও বলেন, এমভি আবদুল্লাহ গতকাল দুপুুর ১২টায় ‘হাই রিস্ক’ এলাকা থেকে বের হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ এপ্রিল রাতে এটি গন্তব্যস্থল দুবাইয়ে পৌঁছাবে। ইইউ নেভির সঙ্গে যোগাযোগ রেখে জাহাজ চালাচ্ছেন ক্যাপ্টেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন