News71.com
 Bangladesh
 17 Apr 24, 11:19 AM
 21           
 0
 17 Apr 24, 11:19 AM

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল॥

মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল॥

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতে তিন দেশ সফরে ঢাকা ত্যাগের কথা ছিল। এর মধ্যে তিনি সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন। সফরের কর্মসূচিতে আজ মঙ্গলবার পর্যন্ত থাকা অন্য দেশটি হলো থাইল্যান্ড। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) একটি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর আগামী ২৪ এপ্রিল ব্যাংকক রওনা হওয়ার কথা রয়েছে। ব্যাংকক থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কর্মসূচিতে যোগ দিতে শেখ হাসিনার আগামী ২৮ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদ পৌঁছানোর কথা ছিল। আর সৌদি আরব থেকে ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর আগামী ৪ মে গাম্বিয়া পৌঁছানোর কথা ছিল। কূটনীতিকেরা জানান, পশ্চিম এশিয়ায় ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থা ও গাজায় ইসরায়েলের হামলাজনিত পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন। সৌদি আরব ও গাম্বিয়ার সম্মেলনে বাংলাদেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি যোগ দিতে পারেন। একজন কূটনীতিক এমনটাই জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন