News71.com
 Bangladesh
 16 Apr 24, 11:24 PM
 32           
 0
 16 Apr 24, 11:24 PM

গ্রিসে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা॥

গ্রিসে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা॥

নিউজ ডেস্ক: গ্রিসের রাজধানী এথেন্সে ‘আওয়ার ওশান’ শীর্ষক সম্মেলনের নবম আসরে অংশ নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৈঠকে ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন, কৃষিখাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নৌপরিবহন, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য এবং বিকল্প শক্তি উৎপাদন অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেন তারা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে এথেন্সের ক্যালিথিয়ায় 'স্টাভরোস নিয়াকো ফাউন্ডেশন কালচারাল সেন্টারে' এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন উভয় দেশের দুই মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী হাছান গ্রিক পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে তিনি তা আন্তরিকভাবে গ্রহণ করেন এবং বলেন, ঢাকায় কূটনৈতিক মিশন খোলা গ্রিস সরকারের অগ্রাধিকারের অন্তর্ভুক্ত এবং ঢাকা সফর এই দূতাবাস উদ্বোধনের একটি ভালো সুযোগ হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন