News71.com
 Sports
 19 May 19, 10:09 PM
 575           
 0
 19 May 19, 10:09 PM

বাংলাদেশের বিশ্বকাপ দলে যায়গা না হলেও আইসিসি’র আমন্ত্রণে ইংল্যান্ড যাচ্ছেন অলরাউন্ডার রাজ্জাক॥

বাংলাদেশের বিশ্বকাপ দলে যায়গা না হলেও আইসিসি’র আমন্ত্রণে ইংল্যান্ড যাচ্ছেন অলরাউন্ডার রাজ্জাক॥

স্পোর্টস ডেস্ক : শেষ প্রায পাঁচ বছর হয়ে গেল জাতীয় দলের জার্সি গায়ে উঠেছে। ঘরোয়া লিগে বার বারই নিজেকে প্রমাণ করছেন তিনি। তবুও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন না আব্দুর রাজ্জাক।এদিকে আর মাত্র ১০ দিন পরই মাঠে গড়াবে আইসিসি বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে গত ১৬ এপ্রিল দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের সে দলে সুযোগ হয়নি দেশ সেরা এই স্পিনারের। তবে বিশ্বকাপ স্কোয়াডে না হলেও ক্রিকেটের এই মেগা মঞ্চে সরব উপস্থিত থাকবে তার। দ্বাদশ বিশ্বকাপের জন্য বর্ষীয়ান এই ক্রিকেটারকে বিশেষ দূত হিসেবে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে বড় দায়িত্ব পেয়েছেন ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট পাওয়া এই স্পিনার। তাই বিশ্বকাপ চলাকালে লন্ডনেই থাকবেন তিনি। অংশ নেবেন বিভিন্ন প্রচারণামূলক কাজে। আব্দুর রাজ্জাক দেশের হয়ে দুটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন। যার মধ্যে ২০০৭ বিশ্বকাপে ১৩ উইকেট নিয়ে দেশের পক্ষে হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। উল্লেখ্য, ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়ে একই দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন