News71.com
 Sports
 16 Nov 25, 11:13 AM
 14           
 0
 16 Nov 25, 11:13 AM

আইপিএল ২০২৬॥ ক্রিকেট তারকারা কে যাচ্ছেন কোন দলে

আইপিএল ২০২৬॥ ক্রিকেট তারকারা কে যাচ্ছেন কোন দলে

স্পোর্টস ডেস্কঃ ২০২৬ আইপিএলের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিন ছিল আজ। আবার কয়েকজন খেলোয়াড় ট্রেডিংয়ের মাধ্যমে দলও বদল করেছেন। ভারতের স্পোর্টস্টার অনলাইন জানিয়েছে ১৬ ডিসেম্বর আবুধাবিতে হতে পারে আইপিএলের নিলাম।তার আগেই যাঁরা দলবদল করেছেন তাঁদের মধ্যে সবচেয়ে আলোচিত রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসন, মোহাম্মদ শামি ও স্যাম কারেন। চেন্নাই সুপার কিংসের দীর্ঘ দিনের সঙ্গী জাদেজা ১৪ কোটি রুপিতে যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্যামসন ১৮ কোটি রুপিতে যোগ দিয়েছেন চেন্নাই সুপার কিংসে। ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনও চেন্নাই ছেড়ে রাজস্থানে গেছেন ২.৪ কোটি রুপিতে। ভারতীয় পেসার শামি সানরাইর্জাস হায়দরাবাদ ছেড়ে ১০ কোটি রুপিতে যোগ দিয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন