News71.com
 Sports
 22 Jun 18, 05:19 PM
 826           
 0
 22 Jun 18, 05:19 PM

কোস্টারিকার বিরুদ্ধে সহজ জয় পেল ব্রাজিল।।

কোস্টারিকার বিরুদ্ধে সহজ জয় পেল ব্রাজিল।।


স্পোটস ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে পয়েন্ট ভাগাভাগি করে চরম বিপাকে পড়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।কোস্টারিকার বিপক্ষে খেলতে নেমে শুরুটা অগোছালো হলেও সময় গড়ানোর সঙ্গে নিজেদের অনেকটাই গুছিয়ে নেয় ব্রাজিল। অবশেষে অতিরিক্ত ছয় মিনিটের প্রথম মিনিটেই গোলের দেখা পায় ব্রাজিল। অতিরিক্ত ছয় মিনিট শেষে সাত মিনিটে গিয়ে দ্বিতীয় গোল করে বসে আবারো। অবশ্য খেলতে নেমে প্রথমে বেশ কয়েকটি সুযোগের পর কোস্টারিকার জালে বলও জড়িয়ে গিয়েছিল। তবে সেটা অফসাইড হয়ে গোল বাতিল হয়ে যায়। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় উভয় দল।

কোস্টারিকার বিপক্ষের ম্যাচ নেইমারদের জন্য মহাগুরুত্বপূর্ণ ছিল। রক্ষণাত্মকভাবে দল সাজালেও কোস্টারিকাই ব্রাজিলের গোলপোস্টে একের পর এক আক্রমণ চালিয়ে ব্যর্থ হয়েছে। ম্যাচের ১৩ মিনিটের মাথায় কনকাকাফ অঞ্চলের দলটি পেয়েছিল সবচেয়ে ভালো সুযোগ। সেলসো বোরগেস এগিয়ে নিতে পারতেন কোস্টারিকাকে। তবে সেটা হয়নি। ২৬ মিনিটে ব্রাজিল গোল উৎসব করেও হতাশ হয়েছে। অন্যদিকে একের পর এক আঘাতপ্রাপ্ত হয়েছেন নেইমার। যদিও রেফারিকে নিজের ওপর সদয় করতে পারেননি তিনি। উল্টোদিকে হলুদ কার্ড দেখেছেন নেইমার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন