News71.com
 Sports
 20 May 18, 10:54 AM
 954           
 0
 20 May 18, 10:54 AM

আইপিএল।।হায়দরাবাদকে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করলো কেকেআর

আইপিএল।।হায়দরাবাদকে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করলো কেকেআর

স্পোর্টস ডেস্ক: প্লে-অফে খেলতে হলে এই ম্যচে জয়ের বিকল্প ছিল না কলকাতা নাইট রাইডার্সের। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এই ম্যাচে খেলতে নেমে অবশেষে সেই অতি প্রয়োজনীয় জয়টিই তুলে নিলো শাহরুখ খানের দল। সে সঙ্গে তৃতীয় দল হিসেবে আইপিএল একাদশ আসরের প্লে-অফ নিশ্চিত হয়ে গেলো কলকাতার। কলকাতা এই ম্যাচে জিতলো ৫ উইকেটের ব্যবধানে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর। শুরুটাই দারুণ করে দিয়ে যান ক্রিস লিন আর সুনিল নারিন। ১০ বলে ২৯ রান করে আউট হন নারিন। ৪৩ বলে ৫৫ রান করেন ক্রিস লিন। রবিন উথাপ্পা করেন ৩৪ বলে ৪৫ রান। ২২ বলে ২৬ রান নিয়ে অপরাজিত থেকে যান দিনেশ কার্তিক। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারেই ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে ফেলে কলকাতা নাইট রাইডার্স। সাকিব আল হাসান নেন ১ উইকেট। ২ উইকেট করে নেন সিদ্ধার্থ কাউল এবং ক্রেইগ ব্র্যাথওয়েট।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। ব্যাট করতে নেমে ওপেনার শিখর ধাওয়ান এবং শ্রীবাত গোস্বামীর ঝড়ো ব্যাটিংয়ে ভালো সূচনা পায় সাকিব আল হাসানরা। ৮.৪ ওভারে ৭৯ রান করে বিচ্ছিন্ন হন তারা দু’জন। ২৬ বলে ৩৫ রান করে আউট হন গোস্বামী। ৩৯ বলে ৫০ রান করে শিখর ধাওয়ান। কেন উইলিয়ামসন ১৭ বলে করেন ৩৬ রান। ২২ বলে ২৫ রান করে আউট হন মানিস পান্ডে। শেষের ব্যাটসম্যানরা অবশ্য ছিলেন শুধু আসা-যাওয়ার মিছিলে। যে কারণে শেষ দিকে রান ওঠেনি খুব একটা। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করতে সক্ষম হয় সানরাইজার্স। কেকেআরের বোলার প্রাসিদ কৃষ্ণা ৩০ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। ১ উইকেট করে নেন আন্দ্রে রাসেল, সুনিল নারিন, কুলদ্বীপ যাদব এবং সিয়রলসে।

ম্যান অপ দ্যা ম্যাচ: রবিন উথাপ্পা (কলকাতা নাইট রাইডার্স)

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন