
স্পোর্টস ডেস্কঃ চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৫ তম ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান করে রাজস্থান। রাহানে ২, ও স্যামসন ২২, স্টোক ১১ রানে আউট হলে বিপদে পড়ে । ম্যাচ জয়ের শেষ ভরসা হিসেবে ব্যাটিং করছিলেন বাটলার। অবশেষে ৯৬ রানে করে অপাজিত থেকে ম্যাচ জয় করে মাঠ ছাড়েন বাটলার। তাছাড়া বিনি ২১ রান করেন। চেন্নাই সুপার কিংসের পক্ষে,দীপক,সিদুল ঠাকুর,কারণ শর্মা,ব্রাভ্র ১ টি করে উইকেট নেন।
এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরু থেকে আগ্রাসী ছিল চেন্নাই সুপার কিংস। ২০ ওভার খেলে ১৭৭ রান সংগ্রহ করে ধোনী-রায়নারা। ওপেনার আম্বাতি রাইডু ১২ রান করে ফিরলেও দ্বিতীয় উইকেটে ৮৬ রানের বড় জুটি গড়েছেন শেন ওয়াটসন আর সুরেশ রায়না। ৩৯ রান করে আউট হন ওয়াটসন। এরপর ৫২ করে ফিরেন রায়নাও। পরের দায়িত্বটা পালন করেছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই অধিনায়ক ২৩ বলে একটি করে চার-ছক্কায় করেছেন হার না মানা ৩৩ রান। ২২ বলে ২৭ করে রানআউটের কবলে পড়েন স্যাম বিলিংস। রাজস্থানের পক্ষে জোফরা আর্চার ২টি ও ইস সধি ১ টি উইকেট নেন।
ম্যান অপ দ্যা ম্যাচঃ জস বাটলার (রাজস্থান রয়্যালস)