
স্পোর্টস ডেস্কঃ আরও একটি দুর্দান্ত জয় পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দিল্লি ডেয়ারডেভিলস বিপক্ষে ১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান ও উইলিয়ামসনের দাপুটে ব্যাটিংয়ে দিল্লি ডেয়ারডেভিলসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে উইলিয়ামসন-সাকিবরা। হায়দ্রাবাদের পক্ষে শিখর ধাওয়ান ৯২ ও কেন উইলিয়ামসন ৮৩ রান করে দুজনে অপরাজিত থাকেন, ১৪ রান করেন অ্যালেক্স হেলস।
এর আগে আজ দিনের একমাত্র ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে রিশাব পান্তের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছে দিল্লি ডেয়ারডেভিলস। বল খেলে ১২৮ রান করে অপরাজিত থাকেন রিশাব পান্ত। এই রান করার পথে তিনি ১৫টি চার মারেন ও সাতটি ছক্কা হাঁকান। তাছাড়া উল্লেখ যোগ্য রান করেন, পৃথভি শ ৯, জ্যাসন রয় ১১, শ্রেয়াস আয়ার ৩, হারশাল প্যাটেল ২৪, গ্লেন ম্যাক্সওয়েল ৯ রান করে আউট হন।আজ সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে সাকিব আল হাসান চার ওভার বল করে ২৭ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন। একটি উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার।
ম্যান অপ দ্যা ম্যাচ: শিখর ধাওয়ান (সানরাইজার্স হায়দ্রাবাদ)