News71.com
 Sports
 01 May 18, 01:20 AM
 733           
 0
 01 May 18, 01:20 AM

আইপিএল।।ওয়াটসন-ধোনীর ব্যাটিং নৈপুন্যে দিল্লিকে হারাল চেন্নাই সুপার কিংস

আইপিএল।।ওয়াটসন-ধোনীর ব্যাটিং নৈপুন্যে দিল্লিকে হারাল চেন্নাই সুপার কিংস


স্পোর্টস ডেস্কঃ আবারও শীর্ষস্থান দখল করেছে চেন্নাই সুপার কিংস। দিল্লি ডেয়ারডেভিলসকে ১৩ রানে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরেছে মহেন্দ্র সিং ধোনির দল। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১১ রানের বড় সংগ্রহ লাভ করে চেন্নাই। এদিনও যথারীতি চওড়া ছিল অধিনায়ক ধোনির ব্যাট। সেই সাথে মারকুটে ব্যাটিং প্রদর্শন করেছেন শেন ওয়াটসন ও আম্বাতি রাইডুও। ওপেনার হিসেবে নেমে ৪০ বলে ৭৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন ওয়াটসন,৪১ রান করেন রাইডু। ধোনী মাত্র ২২ বলে ৫১ রানের ঝড়ো এক ইনিংস খেলে দলকে এনে দেন দারুণ সংগ্রহ। এছাড়াও ৩৩ রান করেন ফাফ ডু প্লেসিস। দিল্লির পক্ষে একটি করে উইকেট শিকার করেন অমিত মিশ্র, বিজয় শঙ্কর ও গ্লেন ম্যাক্সওয়েল।

 


জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লি ডেয়ারডেভিলসের। দলীয় ১০ রানেই দলটি হারায় পৃথ্বী শাওয়ের উইকেট। কলিন মুনরো বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাকে সাজঘরে ফেরান কেএম আসিফ। মুনরো ২৬ রান। এরপর বিপর্যয় সামাল দেন রিশাভ প্যান্ট। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও গ্লেন ম্যাক্সওয়েলের বিদায়ের পর প্যান্টকে যোগ্য সঙ্গ দেন বিজয় শঙ্কর। এই দুজনের ব্যাটিংয়ে একটা সময় জয়ের স্বপ্নও দেখছিল দিল্লি। তবে ৪৫ বলে ৭৯ রান করার পর প্যান্ট বিদায় নিলে ভঙ্গ হয় সেই স্বপ্ন। শেষদিকে শঙ্করের পঞ্চাশ ছাড়ানো ইনিংস হারের ব্যবধাই কমিয়েছে শুধু। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারানো দিল্লির সংগ্রহ দাঁড়ায় ১৯৮ রান। এতে ১৩ রানের জয় পায় চেন্নাই। চেন্নাইয়ের পক্ষে কেএম আসিফ দুটি এবং লুঙ্গি এনগিডি ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট শিকার করেন।


ম্যান অপ দ্যা ম্যাচ: শেন ওয়াটসন (চেন্নাই সুপার কিংস)

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন