
স্পোর্টস ডেস্কঃ চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এর ফলে ৫ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের করা ১৮২ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রানে সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস থেমে গেলে ৪ রানে জিতে যায় চেন্নাই। হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৪ রান। এছাড়া ইউসুফ পাঠান ৪৫, সাকিব আল হাসান ২৪ রান করে আউট হন। রশিদ খান ৪ বলে ১ চার ও ২ ছক্কায় ১৭ রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের দীপক চাহার মাত্র ১৫ রান খরচায় একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া শার্দুল ঠাকুর, কারান শর্মা ও ডোয়াইন ব্র্যাভো একটি করে উইকেট নেন।
এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না এবং আমবাতি রাইদুর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৮২ রান করে চেন্নাই সুপার কিংস। আমবাতি রাইদু এবং সুরেশ রায়না দু’জনই অর্ধশত রানের দেখা পান আজ। আজ ওয়াটসন ৯ রানের বেশি এগুতে পারেননি। দলীয় ৩২ রানে ফাফ ডু প্লেসিসের বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় চেন্নাই। ১১ রান করেন ডু প্লেসিস। এরপর তৃতীয় উইকেটে সুরেশ রায়না এবং আমবাতি রাইদু মারমুখী ব্যাটিং প্রদর্শন করেন। এই জুটি ১১২ রানের পার্টনারশিপ গড়ে বিচ্ছিন্ন হয়। আমবাতি রাইদু দুর্ভাগ্যজনক রান আউট হওয়ার আগের নিজের নামের পাশে যোগ করেন ৭৯ রানের একটি ঝলমলে ইনিংস। চতুর্থ উইকেটে সুরেশ রায়না এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাত্র ২০ বলে ৩৮ রানের অপরাজিত পার্টনার গড়লে ৩ উইকেটে ১৮২ রানের স্কোর গড়ে চেন্নাই সুপার কিংস। সুরেশ রায়না ৪৩ বলে ৫৩ এবং ধোনি ১২ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার ও রশিদ খান একটি করে উইকেট নেন।
ম্যান অব দ্য ম্যাচঃ আমবাতি রাইদু (চেন্নাই সুপার কিংস)