News71.com
 Sports
 18 Apr 18, 05:30 AM
 754           
 0
 18 Apr 18, 05:30 AM

ফুটবল।।সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে ভুটান-পাকিস্তান ও নেপাল।

ফুটবল।।সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে ভুটান-পাকিস্তান ও নেপাল।

স্পোর্টস ডেস্কঃ আগেই চূড়ান্ত ছিল দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ হিসেবে পরিচিত সাফ চ্যাম্পিয়নশিপের দশম আসর ঢাকায় অনুষ্ঠিত হবে ৪ থেকে ১৫ সেপ্টেম্বর। আজ বুধবার ঢাকার এক অভিজাত হোটেলে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। আর এতে বাংলাদেশের গ্রুপে পড়েছে সেই ভুটান। দুই বছর আগে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফের ফিরতি ম্যাচে এই ভুটানের কাছে হেরেই চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন চূর্ণ হয় বাংলাদেশের। শুধু তাই নয় এ হারে তিন বছর এএফসি ও ফিফার আন্তর্জাতিক ম্যাচ থেকেও হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

এদিকে ড্রতে বাংলাদেশের গ্রুপে ভুটান ছাড়াও আরও বাকি দুই দল হল পাকিস্তান ও নেপাল। আর গ্রুপ বি তে পড়েছে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এদিকে সর্বশেষ তিন আসরের ফাইনালিস্ট আফগানিস্তান এবার নেই দক্ষিণ এশিয়ার এ ফুটবল টুর্নামেন্টে। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় আসর থেকে নিয়মিত খেলা যুদ্ধবিধ্বস্ত দেশটি বেরিয়ে গেছে দক্ষিণ এশিয়ার এ সংগঠন থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন