
স্পোর্টস ডেস্ক: কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম্ আইপিএলের গতকালের খেলায় কলকাতা নাইট রাইডার্স দাপুটে জয় পেয়েছে। নিজেদের মাঠ ইডেন গার্ডেনে তারা দিল্লি ডেয়ারডেভিলসকে ৭১ রানের বড় ব্যবধানে পরাজিত করে। শুরুতে ব্যাট করতে নেমে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রান করে। নাইট রাইডার্সের করা ২০০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দিল্লী ডেয়ার ডেভিল । কলকাতার বোলারদের দাপটে মাত্র ১৪.২ ওভারেই ১২৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে ৭১ রানের বড় জয়ে মাঠ ছাড়ে কলকাতা। দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে উল্লেখ যোগ্য রান করেন, ম্যাক্সওয়েল ৪৭ এবং রিসাব প্যান্ট ৪৩ রান করে আউট হন। কলকাতার বোলারদের মধ্যে কুলদীপ যাদব ও সুনীল নারাইন তিনটি করে এবং টম কারান, সিভাম মাভি, আন্দ্রে রাসেল এবং পিযুস চাওলা একটি করে উইকেট নেন।
এর আগে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ গড়ে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন নিতিশ রানা। ৬ নম্বরে ব্যাট করতে নামা ক্যারিবীয় ক্রিকেটার আন্দ্রে রাসেল দিল্লির বোলারদের বেধড়ক পিটিয়ে মাত্র ১২ বলে ৪১ রান করে আউট হন। ৬টি ছক্কা হাঁকান আন্দ্রে রাসেল। এছাড়া ওপেনার ক্রিস লিন ৩১, রবিন উথাপ্পা ৩৫ এবং অধিনায়ক দিনেশ কার্তিক ১৯ রান করেন। দিল্লির বোলারদের মধ্যে রাহুল তিওয়াটিয়া একাই শিকার করেন ৩ উইকেট। এছাড়া ট্রেন্ট বোল্ট ও ক্রিস মরিস দুটি করে উইকেট নেন।
ম্যান অব দ্য ম্যাচঃ নিতিশ রানা (কেকেআর)