News71.com
 Sports
 11 Apr 18, 11:05 AM
 742           
 0
 11 Apr 18, 11:05 AM

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিল শাকিল।।

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিল শাকিল।।

স্পোটস ডেস্কঃ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিল শাকিল। আজ বুধবার বেলমন্ট শুটিং সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে ৫০ মিটার পিস্তলে ২২০.৫ স্কোরে রৌপ্য জিতেছেন বাংলাদেশের এই শুটার। এর আগে কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জিতে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন আবদুল্লাহ হেল বাকী। গত রবিবার অস্ট্রেলিয়ার বেলমন্ট শুটিং সেন্টারে বাকির স্কোর ছিলো ২৪৪.৭।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন