
স্পোর্টস ডেস্কঃ দলের সঙ্গে লাওস থেকে না ফেরার পর থেকেই গুঞ্জন ছিল অস্ট্রেলিয়ান ফুটবল কোচ অ্যান্ড্রু ওর্ডকে নিয়ে।ওর্ডের দলের সঙ্গে না ফেরার কারণ হিসেবে বাফুফে থেকে বলা হয়েছিল ছুটির কথা কিন্তু শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো।হুট করেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি।গত বছর জুনে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি।চুক্তি অনুযায়ী আগামী ৬ জুন পর্যন্ত বাংলাদেশের কোচ থাকার কথা এই অস্ট্রেলিয়ানের কিন্তু তিন মাস আগেই তিনি বাই বাই বলে দিয়েছেন বাংলাদেশকে।জাতীয় দলের দায়িত্ব ছেড়ে তিনি যোগ দিয়েছেন একটি ক্লাবে।থাইল্যান্ডের ওই ক্লাবের নাম এয়ার ফোর্স সেন্ট্রাল।