News71.com
 Sports
 15 Mar 18, 10:36 AM
 743           
 0
 15 Mar 18, 10:36 AM

ভারতের বৈচিত্রময় ব্যাটিং-বোলিং এর কাছে মাথা নোয়াল বাংলাদেশ।।  

ভারতের বৈচিত্রময় ব্যাটিং-বোলিং এর কাছে মাথা নোয়াল বাংলাদেশ।।   

স্পোর্টস ডেস্কঃ ভারতের বৈচিত্রময় বোলিং। ভালো মানের পেসার। বিশ্বমানের স্পিনার। যতোই সহজ উইকেট হোক, ১৭৭ রান তাই অত্যন্ত কঠিন টার্গেট বাংলাদেশের জন্য। আগের ম্যাচে পাওয়ার প্লেতে ওঠেছিল ৭৪ রান। আজও তেমন একটা শুরু দরকার ছিল। কিন্তু হলো না। অফ স্পিনার ওয়াশিংটন সুন্দরের সুন্দর বোলিংয়ে বেহাল অবস্থা লিটন,সৌম্যর।শুরুতে দুই উইকেট হারিয়ে মেরুদন্ড যেন মচকে গেল বাংলাদেশের।দুর্দান্ত বোলিংয়ের মধ্যেও তামিম খেলছিলেন তামিমের মতো।২৭ রান রার পর সুন্দরের যে বলে তিনি অসাধারণ বোল্ড হন তাতে করার কিছুই ছিল না। ৫.৪ ওভার শেষে ৩ উইকেটে রান ৪০। ব্যস,এখানেই সম্ভাবনা শেষ বাংলাদেশের।

১১ রানে করে রিয়াদ ফেরেন মাথাটা নিচু করে, ভাঙা হৃদয়ে।ভাঙনের মধ্যেও গত ম্যাচের মহানায়ক মুশফিক আজও খেলছিলেন বীরের মতো। একেবারে ভয়ডরহীন।টানা ব্যর্থ হচ্ছেন প্রতিভাধর ব্যাটসম্যান সাব্বির রহমান। দলে টিকে থাকতে হলে এ ম্যাচে ব্যর্থ হলে চলবে না। কঠিন পরিস্থিতি। তার জন্য কাজটাও কঠিন।মুশফিক রান তুলছিলেন তরতর করে। তাকে সঙ্গ দিচ্ছিলেন সাব্বির।২৭ রান করার পর সাব্বির আউট হয়ে গেলে সব সম্ভাবনা শেষ। বাংলাদেশ থামে ১৫৯ রানে ৬ উইকেটে। ৫৫ বলে অপরাজিত থেকে আবারও প্রমাণ করেন,তিনিই দেশের সেরা ব্যাটসম্যান।যে কোনো কঠিন পরিস্থিতি লড়তে জানেন বীরের মতো।

এর আগে বাংলাদেশের বোলিং ব্যর্থতার সুযোগে ৩ উইকেটে ১৭৬ রান তুলে ভারত।রহিত শর্মা ৮৯,রায়না ৪৭,শেখর ধাওয়ান ৩৭ রান।বাংলাদেশের হয়ে ২ টি উইকেট নেন রুবেল হোসেন।

 

সংক্ষিপ্ত স্কোর:
ফল: ১৭ রানে জয়ী ভারত।
ভারত ইনিংস: ১৭৬/৩ (২০ ওভার)
(রোহিত শর্মা ৮৯, শিখর ধাওয়ান ৩৫, সুরেশ রায়না ৪৭, দিনেশ কার্তিক ২)
(রুবেল হোসেন ২/২৭, মোস্তাফিজুর রহমান ০/৩৮)

 

বাংলাদেশ ইনিংস: ১৫৯/৬ (২০ ওভার)

(তামিম ইকবাল ২৭,মুশফিকুর রহিম ৭২*সাব্বির রহমান ২৭)

(ওয়াশিংটন সুন্দর ৩/২২, শারদুল ঠাকুর ১/৩৭, যুজবেন্দ্র চাহাল ১/২১)


প্লেয়ার অব দ্য ম্যাচ: রোহিত শর্মা (ভারত)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন