
কটকের বারাবতি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং করতে নেমে লোকেশ রাহুলের ৬১ রান আর শেষদিকে মহেন্দ্র সিং ধোনি আর মনিশ পান্ডের ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৮০ রানের বড় পুঁজি পায় ভারত। ধোনি ৩৯ রান ও মনিশ ৩২ করে অপরাজিত থাকেন।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট খুইয়েছে শ্রীলঙ্কা। একটা সময় ১ উইকেটে ৩৯ রান ছিল তাদের। এরপর ৬২ রান তুলতেই নেই ৬ উইকেট। সেখান থেকে ধুঁকতে ধুঁকতে ৮৭ রান পর্যন্ত এগোতে পারে সফরকারিরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন উপুল থারাঙ্গা।শেষ পর্যন্ত লঙ্কানদের ৯৩ রানে হারিয়ে নিজেদে র টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নিলো ভারত।যুজবেন্দ্র চাহাল ৪টি উইকেট। হার্দিক পান্ডিয়া ৩টি এবং কুলদ্বীপ যাদব নেন ২টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত ইনিংস:১৮০/৩(২০ ওভার)
(লোকেশ রাহুল ৬১,ধোনি৩৯,মনিশ ৩২।
শ্রীলঙ্কা ইনিংস:৮৭/১০
(উপুল থারাঙ্গা ২৩)ভারত।
(যুজবেন্দ্র চাহাল ৪টি উইকেট। হার্দিক পান্ডিয়া ৩টি এবং কুলদ্বীপ যাদব নেন ২টি উইকেট)
ফলাফলঃভারত ৯৩ রানে জয়ী।