News71.com
 Sports
 14 Dec 17, 10:12 AM
 806           
 0
 14 Dec 17, 10:12 AM

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৪১ রানের বিশাল ব্যাবধানে ভারতের জয়।  

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৪১ রানের বিশাল ব্যাবধানে ভারতের জয়।   

স্পোর্টস ডেস্কঃ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে ১৪১ রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিক ভারত। এই জয়ের মাধ্যমে সিরিজে ১-১ সমতা এনেছে তারা। আজ বুধবার মোহালিতে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারতের দেয়া ৩৯৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের অ্যাঞ্জেলো ম্যাথুজ সেঞ্চুরি করেন। ১১১ রান করে অপরাজিত থাকেন তিনি। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ১টি, হার্দিক পান্ডিয়া ১টি, জ্যাসপ্রীত বুমরাহ ২টি, ওয়াশিংটন সুন্দর ১টি ও যুজবেন্দ্র চাহাল ৩টি করে উইকেট নেন।

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩৯২ রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে অধিনায়ক রোহিত শর্মা ডাবল সেঞ্চুরি করেন। ১৫৩ বল খেলে ২০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মার এটি তৃতীয় ডাবল সেঞ্চুরি। শ্রীলঙ্কার পক্ষে থিসারা পেরেরা ৩টি ও সাচিথ পাথিরানা ১টি করে উইকেট নেন।


সংক্ষিপ্ত স্কোরঃ

ফলাফলঃ ১৪১ রানে জয়ী ভারত।

ভারত ইনিংস: ৩৯২/৪ (৫০ ওভার)

(রোহিত শর্মা ২০৮*, শিখর ধাওয়ান ৬৮, শ্রেয়াস আয়ার ৮৮,

(থিসারা পেরেরা ৩/৮০, নুয়ান সাচিথ পাথিরানা ১/৬৩)


শ্রীলঙ্কা ইনিংস: ২৫১/৮ (৫০ ওভার)

(লাহিরু থিরিমান্নে ২১, অ্যাঞ্জেলো ম্যাথুজ ১১১*, নিরোশান ডিকওয়েলা ২২, আসেলা গুনারত্নে ৩৪)

(ভুবনেশ্বর কুমার ১/৪০, হার্দিক পান্ডিয়া ১/৩৯, জ্যাসপ্রীত বুমরাহ ২/৪৩, ওয়াশিংটন সুন্দর ১/৬৫, যুজবেন্দ্র চাহাল ৩/৬০)

প্লেয়ার অব দ্য ম্যাচ: রোহিত শর্মা (ভারত)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন