
স্পোর্টস ডেস্কঃ বাঘে-সিংহে নয়, বিপিএলের ফাইনাল লড়াইটা হলো একে বারে বাঘে-শিয়ালেএকেবারে একপেশে।রংপুর রাইডার্সের কাছে সহজ আত্মসমপর্ণ সাকিবের ঢাকা ডায়নামাইটসের।আজ মঙ্গলবার রাতে শের-ই-বাংলার আলোকোজ্জ্বল মঞ্চে মাশরাফির গৌরবদীপ্ত হাতেই উঠলো বিপিএলের পঞ্চম আসরের শিরোপা।ক্রিস গেইলের রেকর্ডময় ইনিংস ৬৯ বলে অপরাজিত ১৪৬ এবং পরে বোলারদের চমৎকার বোলিংয়ে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকাকে ৫৭ রানের বিরাট ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় রংপুর রাইডার্স।মাশরাফি যেখানে বিপিএলের শিরোপাও যেন সেখানে! আগের চার বিপিএলের তিনবারই শিরোপা উঠেছে তাঁর হাতে। পাঁচটি বিপিএলের চারবার শিরোপো জেতা বিরল কৃতিত্ব মাশরাফির দখলে।
২০৭ রানের বিরাট লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকা তুলে ৯ উইকেটে ১৪৯ রান।ক্রিকেট অনিশ্চয়তার খেলা হলেও ২০৬ রান তাড়া করে ঢাকা জিতবে, এটা ছিল হিসেবের বাইরে। তবে যতোটা অনুমান করা গিয়েছিল, তার চেয়েও বাজেভাবে আত্মসমপর্ণ করলো ঢাকা ডায়নামাইটস। প্রথম ওভার বল নিজের হাতে তুলে নিয়ে তৃতীয় বলেই মাশরাফি ফিরিয়ে দেন ওপেনার মেহেদী মারুফকে। ব্যস, শুরু হয় টপাটপ উইকেট পড়া। সাকিব ২৬, এভিন লিউইস জো ডেনলি সাকিব, কাইরন পোলার্ডরা দুরুত ফিরে গেলে জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় ঢাকার জন্য। শেষদিকে জহুরুল ইসলাম ৩৭ বলে ৫০ করলেও শেষমেশ রানে আটকে যায় যায় ঢাকা।৫৭ রানের বিরাট ব্যবধানে ফাইনাল ম্যাচ জিতে নেয় রংপুর। রংপুর রাইডার্সের হয়ে ইসুরু উদানা ২ টা,গাজী ২ টা,মাশরাফি, অপু,রুবের ১ টা করে উইকেট নেন।
এর আগে গেইলের রেকর্ড ৬৯ বলে অপরাজিত ১৪৬ রানের দানবীয় ইনিংসে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস ও অন্য দিকে ধীরে সুস্থে খেলে ৪২ বলে ৫১ রান করেন ম্যাককালাম। দুজনের ব্যাটিং এর উপর ভর করে রংপুর রাইডার্সের স্কোর দাঁড়ায় এক উইকেটে ২০৬।ঢাকার হয়ে ১ টি উইকেট নেন সাকিব।
সংক্ষিপ্ত স্কোরঃ
ফল: ৫৭ রানে জয়ী রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্স ইনিংস: ২০৬/১ (২০ ওভার)
(ক্রিস গেইল ১৪৬*, ব্রেন্ডন ম্যাককলাম ৫১*)
(সাকিব আল হাসান ১/২৬)
ঢাকা ডায়নামাইটস ইনিংস: ১৪৯/৯ (২০ ওভার)
(এভিন লিউইস ১৫, সাকিব আল হাসান ২৬, কাইরন পোলার্ড ৫, জহুরুল ইসলাম ৫০, শহীদ আফ্রিদি ৮, সুনিল নারিন ১৪, আবু হায়দার রনি ৯*)
(মাশরাফি বিন মুর্তজা ১/২৫, সোহাগ গাজী ২/৩২, রুবেল হোসেন ১/২৮, রবি বোপারা ১/২১, ইসুরু উদানা ২/২৫, নাজমুল ইসলাম ২/৮, )
প্লেয়ার অব দ্য ম্যাচ ও প্লেয়ার অব দ্য সিরিজঃ ক্রিস গেইল।