
স্পোর্টস ডেস্কঃ অবশেষে বিপিএলের ফাইনালে বাঘ-সিংহের জমজমাট লড়াই দেখার অপেক্ষা।কাঙ্খিত ঢাকা-রংপুর ফাইনাল মঙ্গলবার সন্ধ্যায়।এবারর বিপিএলে সেরা দুটি দল তো এরাই। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে আগেই ফাইনালের টিকিট কেটে রেখেছিল শক্তিধর ঢাকা ডায়নামাইটস।আজ সোমবার রাতে দ্বিতীয় কোয়ালিয়ারে সেই কুমিল্লাকেই ৩৬ রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স।
আজ দ্বিতীয় কোয়ালিয়ারে ১৯৩ অনেক বড় টার্গেট দিয়েছিলো রংপুর রাইডার্স। শুরুটা ভালোই হয়েছিল কুমিল্লার। ৫ ওভারের আগেই তামিম- লিটন মিলে তুলে ফেলেন ৫৪ রান। কিন্তু এরপরই টপাটপ কয়েকটা উইকেটের পতন।তামিম ৩৬,লিটন দাস,শেষ দিকে ২৭ রান করে আউট হন স্যামুয়েলস।শেষমেশ ১৫৬ রানে অলআউট হয়ে যায় কুমিল্লা। রংপুরের পক্ষে রুবেল ৩ উইকেট নেন।
এর আগে জনসন চার্লসের ৬৩ বলে ১০৫ ও ম্যাককালামের ৪৬ বলে ৭৮ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৯২ রান তুলে রংপুর রাইডার্স।চার্লসের বিধ্বংসী ব্যাটিংয়ে কুমিল্লার বোলিং খড়কুটোর মতো উড়ে যায়।৩৪ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি।হাফ সেঞ্চুরিতেই থেমে থাকেননি চার্লস।দুরুত্ব করে রান তুলতে থাকেন। ৬২ বলে তুলে নেন বিপিএলে তার প্রথম সেঞ্চুরিটা।ওদিকে বিপিএলে টানা ফ্লপ কিউই মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম সময় নিলেন সেট হতে। এরপর শুরু করলেন ঝড়। দেখালেন তার আসল চেহারা। ৩৩ বলে ৫ ছ্ক্কায় তুলে নেন বিপিএলে নিজের প্রথম হাফ সেঞ্চুরিটা। চার্লসের মতো তিনিও থামেননি হাফসেঞ্চুরিতে। ৪৬ বলে ৭৮ রানের (৯ ছক্কা ও ১ চার) তুখোড় ইনিংস খেলে আউট হন ব্রেন্ডন।বোলিংয়ে বড়ই হতাশার রাত কুমিল্লার। একটি করে উইকেট নেন হাসান আলী, মেহদেী হাসান ও সাইফউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর রাইডার্স : ২০ ওভারে ১৯২/৩ ( জনসন চার্লস ১০৫*,ম্যাককালাম৭৮)
(মেহেদী হাসান ১/৪৪, হাসান আলী ১/২৩, সাইফুদ্দিন ১/৩৮)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ২০ ওভারে ১৫৬/১০( তামিম ৩৬, লিটন ৩৯, শোয়েব মালিক ১০, স্যামুয়েলস ২৭, বাটলার ২৬)
(উদানা ২/২৪, বোপারা ২/১৭, রুবেল ৩/৩৫, মাশরাফি ১/৪০, নাজমুল ১/২৫)
ফলাফলঃ রংপুর রাইডার্স ৩৬ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: জনসন চার্লস।