
স্পোর্টস ডেস্কঃ ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে ভারত। বিশ্বকাপের ১৩তম আসরটি আয়োজনের আগে অবশ্য আরেকটি বড় টুর্নামেন্ট হবে ভারতে। ২০২১ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিরও আয়োজক হয়েছে তারা।আজ সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় খবরটি নিশ্চিত করা হয়েছে।২০১৯ বিশ্বকাপ হবে ইংল্যান্ডে।২০২৩ সালেই প্রথমবারের মত বিশ্বকাপের মত বড় ইভেন্ট এককভাবে আয়োজন করতে যাচ্ছে ভারত। এর আগে তিনবার (১৯৮৭, ১৯৯৬ আর ২০১১) বিশ্বকাপের আয়োজক হলেও প্রতিবেশী দেশগুলোও সঙ্গে ছিল ভারতের। আগের আসরের মতই ২০২৩ বিশ্বকাপ হওয়ার কথা ১০ দলের। আট দল সরাসরি খেলবে, আর বাকি দুই দল ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব পার হয়ে মূলপর্বে নাম লেখাবে।