News71.com
 Sports
 18 Nov 17, 12:11 PM
 776           
 0
 18 Nov 17, 12:11 PM

বিপিএল ক্রিকেট ।। চিটাগং ভাইকিংসকে ৫ উইকেটে হারাল খুলনা টাইটানস

বিপিএল ক্রিকেট ।। চিটাগং ভাইকিংসকে ৫ উইকেটে হারাল খুলনা টাইটানস

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১৮তম ম্যাচে টস জিতে চিটাগং ভাইকিংস বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মাহমুদউল্লাহ রিয়াদ। চিটাগং ভাইকিংসের দেয়া ১৬১ রানের জয়ের লক্ষ তারা করতে নেমে ১০ বল হাতে থাকতেই ৫ উইকেটের বিনিময়ে জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা।প্রথমেই খুলনা শিবিরে হানা দেয় সানজামুল ইসলাম তিনি মাইকেল ক্লিঙ্গারকে মাত্র ১ রানে সাজঘরে ফিরায়। ক্লিঙ্গার আউটের পরে দল্কে একাই জয়ের লক্ষের দিকে এগিয়ে নিতে থাকেন রিলে রুশো তবে আউট হওয়ার আগে ৪৯ রানের একটি ঝড়ো ইনিংস খেলে যান। এর আগে আউট হয় ধিমান ঘোষ তিনি করেন ৪ রান। তখন খুলনার রানের চাকা কিছুটা কমে যায়। কিন্তু খুলনার অধিনায়ক মাঠে এসেই আরিফুল হক কে সাথে নিয়ে আবারো রানের চাকা সচল করেন। আরিফুল ২৪ বলে ৩৪ রান করে ফিরে গেলে বাকি কাজটা করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও কার্লোস ব্র্যাথওয়েট।


এর আগে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করে চিটাগং ভাইকিংস।চিটাগং ভাইকিংস ব্যাটিংয়ের শুরুতেই আবু জায়েদের বলে মাত্র ৩ রান করে ক্যাচ আউট হয়ে বিদায় নেন লুক রনকি। এরপর দলের দায়িত্ব নেন সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। এই দুই ব্যাটসম্যানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে চিটাগং। বিজয়ের ৬২ ও সৌম্যর ৩২ রানে দলীয় রান শতক পেরিয়ে যায়। এরপর এই জুটি ভেঙ্গে গেলে নাজিবুল্লার (২৪) ওস্টাইনের ২৩ রানে ১৬০ রান করে ভাইকিংস।দুই দল এ নিয়ে দ্বিতীবারের মতো মুখোমুখি হয়েছিলো বিপিএলে। প্রথম মুখোমুখিতেও ১৮ রানে জয় পেয়েছিল খুলনা টাইটান্স।


সংক্ষিপ্ত স্কোরঃ

চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৬০/৫ (সৌম্য সরকার ৩২, এনামুল হক বিজয় ৬২, নাজিবুল্লাহ জাদরান ২৪, স্টিয়ান ব্যান জিল ২৩*,
মাহমুদউল্লাহ ১/২২, আবু জায়েদ ৩/২৬)

খুলনা টাইটানস: ২০ ওভারে ১৬৪/৫ (রিলে রুশো ৪৯, কার্লোস ব্রাথওয়েট ১০*, মাহমুদউল্লাহ রিয়াদ ৪৮*,আরিফুল হক ৩৪;

সানজামুল ১/৩৩, রাজা ১/২০, তাসকিন ১/৩৮, আল আমিন ১/১৪, তানবীর হায়দার ১/২৯)

ফলাফলঃ খুলনা ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা:রিলে রুশো

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন