News71.com
 Sports
 11 Nov 17, 11:28 AM
 765           
 0
 11 Nov 17, 11:28 AM

সিলেট সিক্সার্সের বিপক্ষে ৮ উইকেটে দাপুটে জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস।  

সিলেট সিক্সার্সের বিপক্ষে ৮ উইকেটে দাপুটে জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস।   

স্পোর্টস ডেস্কঃ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস এবং নাসির হোসেনের সিলেট সিক্সার্স। সিলেটের ছুঁড়ে দেওয়া ১০২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ঢাকা ৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছিয়ে ঢাকা ডায়নামাইটস ।৮ উইকেটে বিশাল জয় পায় ঢাকা ডায়নামাইটস ।পাকিস্তানের সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদি আর সুনীল নারাইনের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে সিলেট। ব্যাট হাতেও ঝড় তোলেন আফ্রিদি। ঝড় তুলেছিলেন ঢাকার আরেক ওপেনার এভিন লুইসও ।মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা ডায়নামাইটসের দলপতি সাকিব। আগে ব্যাটিংয়ে নেমে ঢাকার বোলারদের তোপে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান তোলে সিলেট।ব্যাটিংয়ে নেমে সিলেটের চার ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছান। দলীয় ৪৯ রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন ঘটে।ওপেনার দানুসকা গুনাথিলাকা করেন ১৫ রান। দলপতি নাসির হোসেন করেন ১০ রান। দলীয় ৫৩ রানের মাথায় ৯ উইকেট হারানো সিলেট যখন তখন শেষ জুটিতে আবুল হাসান-তাইজুল অবিচ্ছিন্ন থাকেন ৪৮ রান তুলে।ঢাকার হয়ে আবু হায়দার রনি ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টি, সুনীল নারাইন ৪ ওভারে ১০ রান দিয়ে ৩টি, শহীদ আফ্রিদি ৪ ওভারে ১২ রান দিয়ে ৪টি উইকেট নেয়।

১০২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতেও ঝড় তোলেন আফ্রিদি। ঝড় তুলেছিলেন ঢাকার আরেক ওপেনার এভিন লুইস।দুই ওপেনারই ব্যাট হাতে সিলেটের বোলারদের নাজেহাল করে ছাড়েন। প্রথম ৪ ওভারেই তারা তুলে নেন ৫৯ রান। পঞ্চম ওভারের প্রথম বলে এলবির ফাঁদে পড়েন আফ্রিদি। তার আগে মাত্র ১৭ বল খেলে এই পাকিস্তানি করেন ৩৭ রান। তার ইনিংসে ছিল ৫টি ছক্কা আর একটি চারের মার। আফ্রিদির বিদায়ের পরের বলেই টিম ব্রেসনান ফিরিয়ে দেন ক্যামেরন ডেলপোর্টকে। তবে, হ্যাটট্রিক করতে পারেননি এই মিডিয়াম পেসার।ঢাকার আরেক ওপেনার এভিন লুইস মাত্র ১৮ বল খেলে করেন অপরাজিত ৪৪ রান। তার ইনিংসে ছিল দুটি চার আর ৫টি ছক্কার মার। সাকিব ১১ বলে দুটি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ১৮ রানে ।৮ উইকেটে বিশাল জয় পায় ঢাকা ডায়নামাইটস।সিলেটের হয়ে ২ উইকেট নেয় টিম ব্রেসনান।

সংক্ষিপ্ত স্কোর :
সিলেট সিক্সার্র্স : ১০১/৯, ২০ ওভার (আবুল ৩০*, তাইজুল ১৬*, আফ্রিদি ৪/১২)।

ঢাকা ডায়নামাইটস : ১০৬/২, ৭.৫ ওভার (লুইস ৪৪*, আফ্রিদি ৩৭, ব্রেসনান ২/২০)।

ফলাফলঃ ঢাকা ডায়নামাইটস ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : শহিদ আফ্রিদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন