News71.com
 Sports
 10 Nov 17, 11:17 AM
 791           
 0
 10 Nov 17, 11:17 AM

আসন্ন রাশিয়া বিশ্বকাপে মেসির হট ফেভারিট ফুটবল দল নেইমারের ব্রাজিল।

আসন্ন রাশিয়া বিশ্বকাপে মেসির হট ফেভারিট ফুটবল দল নেইমারের ব্রাজিল।

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আর্জেন্টিনার অংশগ্রহণই পড়েছিল বিপর্যয়ের মুখে। আরেকটু হলে বাছাইপর্ব থেকেই ছিটকে পড়তে হত মেসিদের। কিন্তু ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে ত্রাতা হয়ে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ করে দেন এই মেসিই। সেই মেসি রাশিয়া বিশ্বকাপে নিজের দল।আর্জেন্টিনাকে শিরোপা জয়ের তালিকায় রাখতে পারছেন না। তার পছন্দের তালিকায় রয়েছে ব্রাজিল, স্পেন, ফ্রান্স ও জার্মানি।এ প্রসঙ্গে মেসি বলেছেন, আমার কাছে মনে হয় এবার শিরোপা জয়ের তালিকায় সব থেকে এগিয়ে থাকবে ব্রাজিল, তারপরে স্পেন ও জার্মানি। এরা কঠিন প্রতিপক্ষ হবে।

এদিকে আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। বাছাই পর্বে খুব বেশি সংগ্রাম করতে হলেও আর্জেন্টিনা রয়েছে পট-১ এ। আর ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন রয়েছে পট-২ এ। খুব বেশি সম্ভাবনা তৈরি হয়েছে গ্রুপ পর্বেই লা রোজাদের বিপক্ষে মেসিদের পড়ার। সেটাই এখন খুব ভয় হিসেবে কাজ করছে মেসির মনে। তিনি সরাসরিই জানিয়ে দিয়েছেন, স্পেন খুব কঠিন প্রতিপক্ষ। বিশ্বকাপে আমি চাই না তাদের বিপক্ষে খেলতে।কারণ তারা বিশ্বের সব থেকে অন্যতম সেরা দল স্পেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন