
স্পোর্টস ডেস্কঃ প্রথম দুই ম্যাচে একটি করে জয় নিয়ে অলিখিত ফাইনালে নেমেছিল স্বাগতিক ভারত আর সফরকারী নিউজিল্যান্ড। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬ রানের জয় তুলেনিয়েছে টিম ইন্ডিয়া। ফলে, ২-১ ব্যবধানে সিরিজ হারলো কিউইরা।বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ নেমে এসেছিল ৮ ওভারে। নির্ধারিত হওয়া ৮ ওভারে ৫ উইকেটহারিয়ে স্বাগতিক ভারত তোলে ৬৭ রান। জবাবে, সফরকারী নিউজিল্যান্ড ৬ উইকেট হারিয়ে তোলে ৬১ রান।আগে ব্যাট করতে নেমে ভারতের ওপেনার রোহিত শর্মা ৯ বলে করেন ৮ রান। আরেক ওপেনারশিখর ধাওয়ান ৬ বলে করেন ৬ রান। তিন নম্বরে নামা দলপতি বিরাট কোহলি ৬ বলে করেন ১৩রান। শ্রেয়াস ইয়ার ৬ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন। মনিষ পান্ডে ১০ বলে করেন ১৭ রান। ১০বলে ১৪ রান করে অপরাজিত থাকেন হারদিক পান্ডে।টিম সাউদি ও ইস সোধি দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান ট্রেন্ট বোল্ট।
৮ ওভারে ৬৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কিউই ওপেনার মার্টিন গাপটিল ১ আর কলিন মুনরো৭ রানে বিদায় নেন। ১০ বলে ৮ রান করে ফেরেন দলপতি উইলিয়ামসন। ৯ বলে ১১ রান করেন ফিলিপস। মাঝে নিকোলাস ২ আর ব্রুস ৪ রানে বিদায় নেন। কলিন ডি গ্রান্ডহোম ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকলেও দলের পরাজয় রুখতে পারেননি।ভারতের জাসপ্রিত বুমরাহ দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার।ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন জাসপ্রিত বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোর
ভারতঃ ৬৭/৫(৮)মনিষ পান্ডে (১৭)হারদিক পান্ডে(১৪)কোহলি (১৩)
টিম সাউদি (১৩/২) ইস সোধি(২৩/২)
নিউজিল্যান্ডঃ ৬১/৬(৮)ডি গ্রান্ডহোম(১৭) ফিলিপস(১১)
জাসপ্রিত বুমরাহ(৯/২)ভুবনেশ্বর(১৮/১)
ফলাফলঃ ভারত ৬ রানে জয়ী।