
স্পোর্টস ডেস্কঃ রিয়াল থেকে এই মৌসুমে চেলসিতে যোগ দেওয়া মোরাতার দেওয়া একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে কন্তের চেলসি।ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে।ম্যাচের ১৮ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে এডেন হ্যাজার্ডের জোরালো শট ডি গিয়া ফিরিয়ে দিলে ফিরতি বলে সেস ফাব্রেগাসের হেড বাইরের জালে জড়ায়। গোলের সুযোগ পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে অ্যাশলে ইয়ংয়ের ক্রসে ফাঁকায় থেকে হেডে বল জালে জড়াতে ব্যর্থ হন র্যা শফোর্ড। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।বিরতি থেকে ফিরে ম্যানইউ শিবিরে একের পর এক আক্রমণ করতে থাকে চেলসি। ম্যাচের ৫৫ মিনিটে ডান দিক থেকে সিজার আসপিলিকুয়েতার লম্বা করে বাড়ানো ক্রসে মোরাতার মাপা হেডে বল জালে জড়ালে লিড পায় স্বাগতিকরা।চেলসি ১-০ গোলে জয়ী।
এদিকে দিনের অন্য ম্যাচে আর্সেনালকে নিজেদের মাঠে ৩-১ গোলে হারিয়ে টানা নবম জয়ে ৩১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির শীর্ষস্থান আরও শক্ত করেছে।আর্সেনালকে ম্যাচটি ৩-১ গোলের উড়িয়ে প্রিমিয়ার লিগে টানা নবম জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি।ঘরের মাঠে হাইভোল্টেজ ম্যাচটি ৩-১ গোলের ব্যবধানে জিতে নেয় ম্যানচেস্টার সিটি।বাকি সময় আর গোল না হলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে সিটি। এ জয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানইউ থেকে ৮ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান আরও পোক্ত করলো ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটির হয়ে ডি ব্রুইন, গুয়েরো, জেসুস, প্রত্যেকে ১ টি করে গোল করেন। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন লাজাকেত। ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে জয়ী।