News71.com
 Sports
 04 Nov 17, 12:30 PM
 843           
 0
 04 Nov 17, 12:30 PM

বিপিএল’র পঞ্চম আসর শুরু হচ্ছে আজ

বিপিএল’র পঞ্চম আসর শুরু হচ্ছে আজ


স্পোর্টস ডেস্কঃ প্রতিক্ষার পালা শেষ । আজ শনিবার দুপুরেই সিলেটে মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। জাতীয় দলের দক্ষিণ আফ্রিকায় হতাশার সফর শেষ। এবার নবোদ্যমে দেশের ক্রিকেট প্রেমীরা মেতে উঠবে বিপিএল লড়াইয়ের উন্মাদনায়। বিপিএল সারা বাংলাদেশেই সাড়া জাগায়। রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম-খুলনাসহ সব বিভাগীয় শহর, জেলা শহর ছাপিয়ে প্রত্যন্ত অঞ্চলেও কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, যুবক-যুবতী আর মাঝ বয়সী সবার কাছেই বিপিএল মানেই ‘ধুম ধাড়াক্কা ক্রিকেট’। যারা ক্রিকেটীয় ব্যাকরণ কম বোঝেন টিভির সামনে বসে যায় চার-ছক্কার ফুলঝুড়ি দেখতে। বিপিএলের মতো আকর্ষণীয় আসর আগে কখনোই সিলেটে হয়নি, এবার হচ্ছে। শুধু হচ্ছেই না, পুণ্যভূমি সিলেট থেকেই যাত্রা শুরু হচ্ছে এবারের বিপিএলের আসর। তাই সিলেটবাসীর উৎসাহ-আগ্রহ অন্য এলাকার ক্রিকেটপ্রেমীদের চেয়ে অনেক বেশি। জানা গেছে, সিলেট শহরে বিপিএলকে কেন্দ্র করে অন্যরকম প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। একটা সাজ সাজ রব পড়ে গেছে।

তবে দেশের অন্য ভেন্যুগুলোর চেয়ে সিলেটবাসী একটু বেশী উৎসাহী কারন পূর্ণাঙ্গ ও আধুনিক স্টেডিয়াম হবার পরও সেখানে এখন পর্যন্ত কোন টেস্ট, ওয়ানডে এমনকি টি-টোয়েন্টি ম্যাচও পর্যন্ত হয়নি। মোট কথা, নামেই আন্তর্জাতিক ভেন্যু। কিন্তু বাস্তবে সিলেটে এখনও আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। অনূর্ধ্ব-১৯ এর ম্যাচ আর ‘এ’ দলের খেলাই সার। বাংলাদেশ জাতীয় দল এখনও সিলেটে কোনো ফরম্যাটেই একটি ম্যাচও খেলেনি। সেই শহরে এবার প্রথম বসছে বিপিএলের আসর । তার উপর আছে তাদের নিজস্ব দলও । যেখানে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসির, সাব্বির, মিরাজ, রুবেলসহ দেশ সেরা ক্রিকেটাররা খেলবেন। সাথে গেইল, সাঙ্গাকারার মতো বিশ্ব তারকারও দেখা মিলবে। বিপিএলের ইতিহাসে আগে কখনই ঢাকার বাইরে খেলা শুরু হয়নি। এর আগের চার আসরেরই পর্দা উঠেছে রাজধানী ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় ভেন্যু হিসেবে দ্বিতীয় পর্ব হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পঞ্চম আসরে তার ব্যতিক্রম। এবার আসর শুরুই হচ্ছে সিলেট থেকে। দেশের সব ক্রিকেট অনুরাগির চোখ এখন সিলেটের দিকে। প্রতিযোগি দলগুলোর কয়েকটি ইতোমধ্যে সিলেটের আবহাওয়া, মাঠ ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিলেটেই প্রস্তুতি নিচ্ছে। কয়েকটি দল গতবৃহস্পতিবারও শেরে বাংলায় অনুশীলন করেছে। পাকিস্তানি ক্রিকেটাররা ছাড়া প্রায় অন্য সব বিদেশি ক্রিকেটাররা আসতে শুরু করেছেন। অনেকেই সিলেটে অনুশীলনও করছেন।

সারা বিশ্বে টি-২০ ফর্মেটের ক্রিকেট এখন সবচেয়ে বেশী জনপ্রিয় । ভারতের আইপিএল এখন বিশ্বের অন্যতম আকর্ষণীয় ক্রিকেট আসর। সেই তুলনায় আকার, আয়তন আর বাজার ও বাজেট হয়ত অতবড় নয়, তারপরও বাংলাদেশের বিপিএলও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ কারণেই দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের চরম ব্যর্থতা ও ভরাডুবির পর বিপিএল দেখতে মুখিয়ে সবাই। সব কিছু ঠিক থাকলে আজ দুপুরেই পর্দা উঠবে।সিলেট পর্বের আয়ুষ্কাল যদিও পাঁচ দিন তবে খেলা হবে চার দিন। ৮ নভেম্বর রাতেই ইতি হবে এ পর্বের। তারপর আবার দু’দিন বিশ্রাম ও বিরতি। ১১ নভেম্বর শুরু ঢাকা পর্ব। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। তারপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। বন্দর নগরীতে খেলা শুরু ২৪ নভেম্বর। ২৯ নভেম্বর ওই পর্ব শেষে, শেষ রাউন্ড আবার শেরে বাংলায়। ১২ ডিসেম্বর ফাইনাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন