News71.com
 Sports
 23 Oct 17, 12:27 PM
 781           
 0
 23 Oct 17, 12:27 PM

মেসির সঙ্গে আজীবন চুক্তির পরিকল্পনায় বার্সেলোনা।

মেসির সঙ্গে আজীবন চুক্তির পরিকল্পনায় বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনা সমর্থকদের জন্য সুখবর। মেসির সঙ্গে আজীবন চুক্তি করার কথা ভাবছে বার্সেলোনা। বার্সেলোনার সিইও অস্কার গ্রাউ বলেন, জুনে চার বছরের জন্য মেসিকে চুক্তিবদ্ধ করা হয়েছিল। কিন্তু ক্লাব এখন ওকে আজীবন এখানে থেকে যাওয়ার প্রস্তাব দিতে চাইছে। এদিকে বার্সেলোনা শহরজুড়ে চলছে স্বাধীনতার দাবিতে তুমুল আন্দোলন। শনিবারও বার্সেলোনার রাস্তায় জড়ো হয়েছিলেন সাড়ে ৪ লক্ষ মানুষ। এখন কার্যত রোজই এই দৃশ্যে অভ্যস্ত বার্সেলোনা শহর। কিন্তু কোনও কিছুতেই তাপ-উত্তাপ নেই লিওনেল মেসিদের। তারা নিজেদের কাজটুকু মন দিয়ে করে যাচ্ছেন। স্প্যানিশ লিগে বার্সা ২–০ ব্যবধানে হারাল মালাগাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন