
স্পোর্টস ডেস্কঃ বিশাল ব্যবধানে আরেকটি পরাজয়। সেই সাথে নিশ্চিত হলো আরেকটি হোয়াইটওয়াশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার ব্যাটে-বলে অসহায় আত্মসমার্পন করল বাংলাদেশ দল। ফলাফল ২০০ রানে পরাজয়। স্বাগতিকদের ৩৬৯ রানের জবাবে ১৬৯ রানে অলআউট হয়েছে মাশরাফি বাহিনী। ইনিংসের দৈর্ঘ্য ছিলো ৪০ ওভার ৪ বল।
এদিন প্রোটিয়াদের দেয়া ৩৬৯ রানের জবাব দিতে নেমে আগের ইনিংসগুলোর মতোই হুমড়ি খেয়ে পড়েছে বাংলাদেশ। টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানের রান ছিলো যথাক্রমে ১, ৮, ৬, ৮। এরপরই নিশ্চিত হয়ে যায় পরাজয়। দেখার ছিলো ব্যবধান কতো হয়। সেটিও কমানোর কোন চেষ্টা দেখা যায়নি ব্যাটসম্যানদের। একমাত্র সাকিব আল হাসানের ৬৩ রান ছিলো উল্লেখ করার মতো ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ সাব্বির রহমানের ৩৯। প্রোটিয়াদের পক্ষে ডেন প্যাটারসন ৩, ইমরান তাহির ও অভিষিক্ত এইডেন মার্করাম ২টি করে উইকেট নিয়েছেন।
ম্যান অব দ্য ম্যাচ : ফাফ ডু প্লেসিস
ম্যান অব দ্য সিরিজ : কুইন্টন ডি কক