News71.com
 Sports
 20 Oct 17, 07:31 AM
 769           
 0
 20 Oct 17, 07:31 AM

বিসিবি নির্বাচনে নাজমুল হাসান পাপনের নির্বাচনী প্যানেল ঘোষণা ।

বিসিবি নির্বাচনে নাজমুল হাসান পাপনের নির্বাচনী প্যানেল ঘোষণা ।

স্পোর্টস ডেস্কঃ আগেই জানা গিয়েছিল, শুক্রবার বিকেলে ঘোষিত হবে সদ্য বিদায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্যানেল। সেই ঘোষণা অনুযায়ী আজ বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পর্ষদ নির্বাচনে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন তার পছন্দের প্যানেল ঘোষণা করেছেন। আজ শুক্রবার বৃষ্টির মধ্যেই শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির লাউঞ্জে সাংবাদিকদের সামনে নাজমুল হাসান পাপন তার প্যানেল ঘোষনা করেন। ২৫ জনের প্যানেলে সে অর্থে কোনই চমক নেই। নতুন মুখও নেই। মাঝে হাতে গোনা কয়েকটি নাম শোনা গেলেও শেষ পর্যন্ত নাজমুল হাসান পাপন পুরোণোদের ওপরই আস্থা রেখেছেন। ঢাকার ক্লাব কোটা, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা আর জাতীয় ক্রীড়া সংস্থা ও প্লেয়ার্স কোটায় একজন নতুন মুখও নেই।


পাপনের প্যানেল :
বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা ক্যাটাগরি
ঢাকা বিভাগ : নাইমুর রহমান দুর্জয় + ১
চট্টগ্রাম বিভাগ : আ জ ম নাসির , আকরাম খান
খুলনা বিভাগ : শেখ সোহেল , কাজী এনাম
রাজশাহী বিভাগ : শফিউল আলম স্বপন
সিলেট বিভাগ : শফিউল আলম চৌধুরী
বরিশাল বিভাগ : আব্দুল আওয়াল চৌধুরী ভুলু।
রংপুর বিভাগ : এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম
প্লেয়ার্স কোটা, ক্যাটাগরি থ্রি : খালেদ মাহমুদ সুজন
জাতীয় ক্রীড়া পরিষদ কোটা : নাজমুল হাসান পাপন এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি


ঢাকার ক্লাব কোটার ১২ প্রার্থী
এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম, আফজালুর রহমান সিনহা, জালাল ইউনুস, মঞ্জুর কাদের, লোকমান হোসেন, হানিফ ভুইয়া, নজিব আহমেদ, তাঞ্জিল আহমেদ চৌধুরী ও শওকত আজিজ রাসেল, ইসমাইল হায়দার মল্লিক, গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন