
স্পোটস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকা অভিযান শুরু হচ্ছে টাইগারদের। আজ শনিবার দুই দফায় ক্রিকেটাররা বিমানে উঠবেন। সকাল ১০টায় উড়াল দিয়েছেন দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন,পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও তিন খেলোয়াড় মাহমুদ উল্লাহ,তাইজুল ইসলাম,লিটন দাস। বাকিরা যাবেন সন্ধ্যা সাড়ে ৭টায়। এ ছাড়া বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকা যাবেন একা একাই।
দক্ষিণ আফ্রিকা পৌঁছে জোহানেসবার্গের হোটেল ইন্টারকন্টিনেন্টাল সানফ্লাওয়ার এ উঠবেন মুশফিকরা। আগামী ২১ সেপ্টেম্বর বেনোনিতে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে ৯ বছর পর দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পূর্ণাঙ্গ সফর শুরু হবে। প্রস্তুতি ম্যাচের ভেন্যু সাহারা পার্ক জোহানেসবার্গের টিম হোটেল থেকে আধাঘণ্টার দূরত্বে অবস্থিত। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে প্রথম টেস্টের ভেন্যু পচেফস্ট্রুমে মুশফিকরা রওনা দেবেন ২৪ অক্টোবর।
এদিকে জানা গেছে,তামিম ইকবাল পাকিস্তান থেকে আজ সন্ধ্যায় বাংলাদেশে আসবেন। আগামীকাল রবিবার তিনি দক্ষিণ আফ্রিকার বিমান ধরবেন বলে সূত্রে জানা গেছে। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বাদে কোচিং স্টাফের অন্যরা এখন ছুটিতে। প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহেসহ বাকিরা দলের সঙ্গে একেবারে দক্ষিণ আফ্রিকায় যোগ দেবেন। দেড় মাসের এই লম্বা সফরে টাইগাররা ২টি টেস্ট,৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।