News71.com
 Sports
 04 Sep 17, 06:54 AM
 1049           
 0
 04 Sep 17, 06:54 AM

ইউএস ওপেন টেনিস থেকে মারিয়া শারাপোভার বিদায়

ইউএস ওপেন টেনিস থেকে মারিয়া শারাপোভার বিদায়


স্পোর্টস ডেস্ক: ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে এসে ইউএস ওপেনে শুরুটা ভালোই করেছিলেন শারাপোভা। জায়গা করে নিয়েছিলেন শেষ ষোলোতে। তবে ১৫ মাসের নিষেধাজ্ঞা থেকে ফেরা কাটিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলতে গিয়ে পথ চলাটা দীর্ঘায়িত হল না। কোয়ার্টারের আগেই ছিটকে পড়লেন রুশ সুন্দরী।
লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাস্তোভার কাছে ৫-৭, ৬-৪, ৬-২ গেমে হেরেছেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়। এর আগে প্রথম রাউন্ডে বিশ্ব র্যা ঙ্কিংয়ের দুই নম্বর সিমোনা হালেপকে হারিয়ে দেন। দ্বিতীয় রাউন্ডে হারান তিমেয়া বাবোসকে আর সোফিয়া কেনিনকে হারিয়ে উঠেন শেষ ষোলোয়। এদিকে নারী এককে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস। চতুর্থ রাউন্ডে স্পেনের কার্লা সুয়ারেস নাভাররোকে ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হারান ৩৭ বছর বয়সী ভেনাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন