
স্পোর্টস ডেস্কঃ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে দর্শক মাতালেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে এসে ‘নড়াইল এক্সপ্রেস’ ফুটবল খেলায় মেতে উঠেন ।শুভেচ্ছা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ খেলায় ক্লাবের সদস্যরা ২ দলে বিভক্ত হয়ে অংশ নেন। আজ রবিবার বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। ক্লাবের সিনিয়র সদস্যদের দলের নেতৃত্ব দেন মাশরাফি। আর জুনিয়র সদস্যদের দলের নেতৃত্ব দেন মাশরাফির ছোট ভাই মুরসালিন সিজার। যদিও শেষ পর্যন্ত খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয় ।