News71.com
 Sports
 27 Aug 17, 06:19 AM
 742           
 0
 27 Aug 17, 06:19 AM

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ২৬০।।  

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ২৬০।।   

স্পোটস ডেস্কঃ মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৭৮.৫ ওভারে সবক'টি উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৪ রান সংগ্রহ করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে। তিনি করেছেন ৭১ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ প্রথম ইনিংস: ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হেইজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন