
স্পোর্টস ডেস্কঃ হেডিংলিতে আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইংলিশ টপ অর্ডার। টস জিতে ব্যাটিং বেছে নেওয়া স্বাগতিকদের বিপক্ষে দারুণ বোলিং করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে ক্যারিবীয়রা।এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে নিরঙ্কুশ আধিপত্য দেখিয়ে এক ইনিংস ও ২০৯ রানের ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। কিন্তু হেডিংলিতে মোটেও সুবিধা করতে পারেননি অ্যালিস্টার কুক-জো রুটরা। ইংলিশ টপ অর্ডারে প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চারজনই সাজঘরে ফিরেছেন দলীয় ৭১ রানের মধ্যে। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে লড়াই করেছেন রুট। ব্যক্তিগত ৫৯ রানে দেবেন্দ্র বিশুর শিকার হওয়ার আগে এবি ডি ভিলিয়ার্সের দারুণ একটি রেকর্ডে ভাগ বসান ইংল্যান্ডের এ অধিনায়ক। এ নিয়ে টানা ১২ টেস্টের যেকোনো একটি ইনিংসে ন্যূনতম হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার কীর্তি গড়লেন রুট।
কিন্তু ইংলিশদের পথ দেখাতে রুটকে আরও কিছুক্ষণ থাকতে হতো উইকেটে। পঞ্চম উইকেটে বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটি গড়েছিলেন ইংলিশ অধিনায়ক। ৪৪তম ওভারে বিশুর বলে সুইপ করতে গিয়ে স্লিপে জারমেইন ব্লাকউডের তালুবন্দী হন রুট। ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৪০ রান। জনি বেয়ারস্টো ও স্টোকসের ব্যাটে ভর করে এখান থেকে বিপর্যয় কাটাতে পারত ইংল্যান্ড। কিন্তু বেয়ারস্টোকেও (২) দ্রুতই তুলে নেন গ্যাব্রিয়েল। চা-বিরতি শেষে ব্যাট করছিলেন স্টোকস (৪৬*) ও মঈন আলী (৩*)। প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া অ্যালিস্টার কুক এর আগে ব্যক্তিগত ১১ রানে শ্যানন গ্যাব্রিয়েলের শিকার হন। মার্ক স্টোনম্যান (১৯) ও টম ওয়েস্টলিকে (৩) তুলে নেন কেমার রোচ। এ দুই ক্যারিবীয় পেসার মিলে কাঁপন ধরান স্বাগতিকদের ব্যাটিং অর্ডারে।