
স্পোর্টস ডেস্ক : রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেয়া ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার ফরাসি ফুটবল টুর্নামেন্ট লিগ ওয়ানে ইতিমধ্যেই দুর্দান্ত শুরু করেছেন। দেখিয়ে যাচ্ছেন পায়ের জাদু। প্রথম দুই ম্যাচে করেছেন ৩ গোল। এই ব্রাজিল সুপারস্টার খুব দ্রুতই বর্তমান ফুটবলের দুই বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসিকে ছাড়িয়ে যাবেন বলে মনে করেন ক্লদিও রানিয়েরি।
চেলসি, লিস্টার সিটিসহ বিভিন্ন নামী-দামী ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা রানিয়েরি বলেন, 'নেইমার হলো ভবিষ্যতের সম্ভাব্য ব্যালন ডি'অর জয়ী ফুটবলার।
ক্লদিও রানিয়েরি বলেন আমার মতে বিশ্বসেরা ফুটবলার হওয়ার মতো সমস্ত গুণাবলী ওর রয়েছে। এই গুণের বিকাশ ঘটিয়েই মেসি ও রোনালদোকে ছাড়িয়ে যাবে নেইমার। সেই হবে বিশ্বের সেরা ফুটবলার। ২৫ বছর বয়সী নেইমারের সামনে এখনো নিজেকে বিকাশ করার অনেক সময় আছে বলে মনে করেন রনিয়েরি। এই হাই প্রোফাইল কোচের ভাষায়, 'নেইমার এখনো বয়সে তরুণ। তার সামনে অনেকটা পথ বাকী আছে। আমার বিশ্বাস, নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সম্ভাব্য সকল প্রচেষ্টাই করবে নেইমার।