
স্পোর্টস ডেস্কঃ২০১৬-১৭ মৌসুমে অসাধারণ পারফরম করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয় করে তার ভূমিকায়। গতকাল উয়েফা এ জন্য বর্ষসেরা (উয়েফা প্লেয়ার অব দ্য সিজন, ১২ গোল করেছেন) হিসেবে রোনালদোর নাম ঘোষণা করেছে। ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বারের মতো এ সম্মাননা পেলেন রোনালদো। যদিও মেসি দুবার এ বর্ষসেরার খেতাব পেয়েছেন। আশা করা হচ্ছে- রোনালদো পঞ্চমবারের মতো ব্যালন ডিঅর পেয়ে মেসিকে ছুঁয়ে ফেলবেন। এদিকে গতকাল আসন্ন মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনার গ্রুপে রয়েছে- জুভেন্টাস, অলিম্পিয়াকোস ও লিসবন। অন্যদিকে রিয়াল মাদ্রিদের গ্রুপে রয়েছে- ডর্টমুন্ড, টটেনহ্যাম ও নিকোশিয়া। নেইমারের পিএসজির গ্রুপে বায়ার্ন, অ্যান্ডারলেখট ও সেলটিক রয়েছে।