
স্পোর্টস ডেস্কঃ এখন পর্যন্ত নতুন করে চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় বার্সেলোনায় লিওনেল মেসির ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে বলে দাবি করেছেন ক্লাবটির সাবেক সভাপতি পদপ্রার্থী অগাস্টি বেনেডিটো। গত জুলাইয়ে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে এক বছরও নেই। তথাপি এখনো পর্যন্ত নতুন চুক্তিস্বাক্ষরিত হয়নি। নতুন করে এখনো চুক্তি না হওয়াটাই মেসিকে বার্সেলোনা ছেড়ে যাবার রাস্তা করে দিতে যাচ্ছে বলে বিভিন্ন মহলে কানাঘুষা শুরু হয়েছে। বার্সেলোনা ছাড়ার শর্ত হিসেবে যে ৩০০ মিলিয়ন ইউরো প্রদানের যে চুক্তি রয়েছে সেটা মেনে নিয়ে মেসিকে দলে ভেড়ানোর জন্য ম্যানচেস্টার সিটি তোড়জোড় শুরু করেছে বলে জানা গেছে। সত্যি সত্যিই তেমনটা ঘটলে সাবেক বস পেপ গার্দিওলার সঙ্গে মিলিত হতে পারবেন মেসি।
কিন্তু বার্সেলোনার ট্যাকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ অবশ্য বলেছেন যে দুই পক্ষের চুক্তির আনুষ্ঠানিকতা সময়ের ব্যাপার মাত্র। তবে বেনেডিটো মনে করেন ৩০ বছর বয়সী ফুটবল সুপার স্টারের বার্সায় থেকে যাওয়ার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে। ওন্ডা সেরো ও রেডিও মার্সাকে দেয়া এক সাক্ষাৎকারে বেনেডিটো বলেন, ‘তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসির চুক্তির বিষয়টি পাস কাটিয়ে যাচ্ছে। যা এখনো পর্যন্ত স্বাক্ষরিত হয়নি। এটি খুবই উদ্বেগের বিষয়। মেসির বিষয়টি নেইমারের বিদায় নেবার চেয়েও ভয়াবহ হতে পারে। কারণ ১ জানুয়ারিতে তিনি মুক্ত হয়ে গেলে যে কোনো কিছুই ঘটতে পারে।