News71.com
 Sports
 22 Aug 17, 05:46 AM
 742           
 0
 22 Aug 17, 05:46 AM

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন কোচ হলেন ভারতের সুনিল যোশি।।  

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন কোচ হলেন ভারতের সুনিল যোশি।।   

স্পোর্টস ডেস্কঃ পেস বোলারদের জন্য কোচ হিসেবে ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশকে আনার পর স্পিন কোচ নিয়োগ দেওয়া সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছিল। অনেকদিন ধরে জাতীয় দলে স্পিন কোচ নেই। প্রথমে ভেঙ্কটপতি রাজু,তারপর স্টুয়ার্ট ম্যাকগিলকে প্রস্তাব দেওয়া হলেও তারা ব্যক্তিগত কারণে'অপরাগতা প্রকাশ করেন। শেষ পর্যন্ত ভারতের সাবেক স্পিনার সুনিল যোশি সাকিব-মিরাজদের স্পিন শিক্ষক হিসেবে আসছেন।

সাবেক জাতীয় দলের অধিনায়ক এবং বর্তমান বিসিবি পরিচালক আকরাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন,অস্ট্রেলিয়ার সঙ্গে হোম সিরিজকে সামনে রেখেই দ্রুত স্পিন কোচ আনা হচ্ছে। আগামী দু-একদিনের মধ্যেই ঢাকায় আসছেন যোশি। অজিদের বিপক্ষে দেশের মাটিতে দুই টেস্টের সিরিজের আগেই একজন স্পিন কোচ চাইছিল বিসিবি। কিন্তু ব্যাটে-বলে হচ্ছিল না। ম্যাকগিলের কাছ থেকে সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত এই সাবেক ভারতীয় ক্রিকেটারকে প্রস্তাব দেয় বিসিবি। বিসিবির আহ্বানে যোশির সাড়া দেওয়ার বিষয়টি একদিন আগেই প্রকাশিত হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন