News71.com
 Sports
 16 Aug 17, 12:59 PM
 650           
 0
 16 Aug 17, 12:59 PM

ক্রিস্তিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুললেন কিংবদন্তী ফুটবলার জিদান

ক্রিস্তিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুললেন কিংবদন্তী ফুটবলার জিদান

স্পোর্টস ডেস্কঃ ক্রিস্তিয়ানো রোনালদোর ৫ ম্যাচের নিষেধাজ্ঞাটা মানতে পারছে না তার ক্লাব রিয়াল মাদ্রিদ। তাদের দাবি, ক্রিস্তিয়ানোকে অন্যায়ভাবে দ্বিতীয় হলুদকার্ড (যেটা কার্যত লালকার্ড) দেওয়া হয়েছে। দ্বিতীয় সেই হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করারও সিদ্ধান্ত নিয়েছে তার ক্লাব । আর ক্লাব কর্তাদের সাথে একমত রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানও । আজ বুধবার স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগ ম্যাচ। তার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রিয়ালের ফরাসি কোচ স্পষ্টই বললেন, ক্রিস্তিয়ানোকে লঘু পাপে গুরু দণ্ড দেওয়া হয়েছে। তার মতে, অপরাধ বিবেচনায় শাস্তিটা অনেক বেশী হয়ে গেছে। ৫ ম্যাচের নিষেধাজ্ঞা অনেক বড় শাস্তি!

উল্লেখ্য গত রোববার মৌসুমসূচক স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ন্যু-ক্যাম্পের সেই ম্যাচে ৩-১ গোলে জিতে মৌসুমের শুরুতেই আরও একটি শিরোপায় হাত প্রায় দিয়েই ফেলেছে রিয়াল। কারণ বুধবার ফিরতি লেগটি রিয়াল খেলতে নিজেদের মাঠ সান্তিয়ানো বার্নাব্যুতে। ৩-১ ব্যবধানে এগিয়ে থাকায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে রিয়াল। তবে মাঠের পারফরম্যান্সের সেই স্বস্তি ছাপিয়ে রিয়াল শিবিরে বড় হয়ে উঠেছে রোনালদোর লালকার্ড এবং নিষেধাজ্ঞার বিষয়টি। ক্লাব কর্তা থেকে শুরু করে কোচ, খেলোয়াড়, সমর্থক-সবাই হতাশ।

সংবাদ সম্মেলনে নিজের সেই হতাশা উগড়ে দিলেন জিদান। রিয়াল কোচ বললেন, ‘আমি বিস্মিত, হতবাক। আমরা সবাই হতবাক। আমি রেফারির সিদ্ধান্ত নিয়ে মাথা ঘামাতে চাই না। কিন্তু যা ঘটেছে, সে জন্য ক্রিস্তিয়ানো ৫ ম্যাচ খেলতে পারবে না, এটা অন্যায়। এটা ভুল। ৫ ম্যাচের নিষেধাজ্ঞা ঘটনার তুলনায় অনেক বেশী শাস্তি।’ কোচ জিদানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার ড্যানি কারভাহালও, ‘শাস্তিটা অনেক বেশী এবং পরিস্থিতিটা খুবই হতাশাজনক। আমি ঠিক রেফারির মনের কথা বলতৈ পারব না, তবে সে (রোনালদো) মাঠ থেকে বেরিয়ে যাওয়ার মতো কিছু করেনি। আসলে রিয়াল....। কারণ ওটা পেনাল্টি ছিল। আশা করি তারা শাস্তিটা কমিয়ে আনবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন