News71.com
 Sports
 29 Jul 17, 10:46 AM
 827           
 0
 29 Jul 17, 10:46 AM

মাস্টার্স ক্রিকেট ট্রফিতে একমি রাজশাহী ও এক্সপো অলস্টারসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষনা

মাস্টার্স ক্রিকেট ট্রফিতে একমি রাজশাহী ও এক্সপো অলস্টারসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষনা

স্পোর্টস ডেস্কঃ ট্রফি নিয়ে দু দলের ক্রিকেটারদের উচ্ছ্বাস মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসরে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে একমি রাজশাহী মাস্টার্স ও এক্সপো অলস্টারস মাস্টার্স। আজ রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেসে যাওয়ায় দু দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে অলস্টারস। সর্বোচ্চ ৫৮ রান করেছে রশিদুল হক সুমন । আলমগীর কবির ও মঞ্জুরুল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন ।

রাজশাহীর ইনিংসের শুরুতে বৃষ্টি আবার বন্ধঅলস্টারসের ইনিংস শেষে শুরু হয় বৃষ্টি। প্রায় সোয়া এক ঘণ্টা পর বৃষ্টি থামলে খেলা শুরু হলেও বেশিক্ষণ ব্যাট করতে পারেনি রাজশাহী। ২ ওভার ১ বল খেলে ১ উইকেটে ২১ রান করার পর আবার বৃষ্টি নামে। এই আবহাওয়া জন্যেই সেখানেই ম্যাচের সমাপ্তি ঘোষণা করা হয়। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার উঠেছে অলস্টারসের সুমনের হাতে এবং টুর্নামেন্টের ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন একই দলের এহসানুল হক সিজান। ৪ ম্যাচে ১৬৪ রান করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন