News71.com
 Sports
 29 Jul 17, 09:47 AM
 715           
 0
 29 Jul 17, 09:47 AM

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষের কারনেই পাকিস্তানে ক্রিকেট দল পাঠাবে না শ্রীলংকা

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষের কারনেই পাকিস্তানে ক্রিকেট দল পাঠাবে না শ্রীলংকা

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানে ক্রিকেট দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য আগামী অক্টোবরে দুটি টি২০ ম্যাচে অংশ নিতে শ্রীলংকা ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। তবে গত সপ্তাহে লাহোরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা। তারমধ্যে গতকাল থেকে শুরু হওয়া রাজনৈতিক চাপান উত্তর লঙ্কানদের আরও ভাবিয়ে তুলেছে। তাই আপাতত পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট খেলতে যাচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত ।

পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান সাংবাদিকদের জানিয়েছেন , আইসিসির মিটিংয়ে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধানের সঙ্গে আলাপকালে দেশটির ক্রিকেটারদের পাকিস্তানে আসার কথা বলেছিলাম। তখন বলেছিলাম, দুবাইয়ে সিরিজ শুরুর আগে শ্রীলংকা ক্রিকেট দল যেন পাকিস্তানে এসে দুটি টি২০ ম্যাচে অংশ নেয়। লংকান বোর্ড প্রধানও দেশটির সরকার প্রধানের সঙ্গে কথা বলার এবং পাকিস্তানে দল পাঠানোর অনুমতি নেয়ার বিষয়ে আলাপ করতে চান। আরও বলেন সারা বিশ্বেই তো হামলার ঘটনা ঘটছে। তবুও ক্রিকেট খেলা থেমে যায়নি। শুধু পাকিস্তানের বেলায় নিরাপত্তা নিয়ে এমন সিদ্ধান্ত নেয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা পাকিস্তান সুপার লিগ সফলভাবে সম্পন্ন করেছি। লাহোরে গত মার্চে লিগের ফাইনাল ম্যাচ যথেষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে শেষ হয়।

উল্লেখ্য ইতিপুর্বে গত ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দল জঙ্গি হামলার শিকার হয়। এরপর থেকে পাকিস্তানে কোনো টেস্ট খেলুড়ে দল সফর করেনি। পাকিস্তান তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে আরব আমিরাতে সিরিজ আয়োজন করে। সম্প্রতি শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা দাবি করেন, ২০০৯ সালে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্রিকেটাররা সংশয় প্রকাশ করলেও বোর্ড অনেকটা জোর করেই তাদের সেখানে পাঠায়। জোর করে দল পাঠানোর পেছনে কারা রয়েছেন সে বিষয়ে তদন্তেরও দাবি জানান সাঙ্গা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন