News71.com
 Sports
 23 Jul 17, 10:53 AM
 686           
 0
 23 Jul 17, 10:53 AM

ইনজুরির কারনে বিপিএল খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার লিন।।

ইনজুরির কারনে বিপিএল খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার লিন।।

স্পোটস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিনের।বেশ কিছু দিন যাবতই বাঁ-কাধের সমস্যায় ভুগছিলেন তিনি।যে কারণে শেষ পর্যন্ত ছুরির নিচেই যেতে হচ্ছে লিনকে।খবরে বলা হয়েছে আগামীকাল লিনের বাঁ-ঘাড়ে অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারের ফলে এক বছর মাঠের বাইরে থাকতে হবে টি-২০ বিশেষজ্ঞ এ ব্যাটসম্যানকে।তাই ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ ও বাংলাদেশের টি-২০ লীগে অংশ নিতে পারবেন না লিন।এমনকি সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না তিনি।

সিপিএল কিংবা বিপিএল খেললে আমি খারাপ খবর পেতাম।তবে আমি নিজ থেকে সড়ে গিয়েছি। তবে শারীরিক ও মানসিকভাবে নিজেকে ঠিক রেখে এটি সম্পন্ন করতে হয়েছে।গত আইপিএল চলাকালীন তৃতীয়বারের মত ঘাড়ের ইনজুরিতে পড়েন লিন।এতে আইপিএলের বেশক’টি ম্যাচে অংশ নিতে পারেননি তিনি।এমনকি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলা হয়নি লিনের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন